রজতজয়ন্তী বর্ষে কলকাতা চলচ্চিত্র উৎসবে অভিনবত্বের ছোঁয়া

সপ্তর্ষি সিংহঃ
আগামী ৮ নভেম্বর থেকে শুরু হতে চলেছে চলচ্চিত্র উৎসব, শুক্রবার তারই আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গেল নন্দনে। উপস্থিত ছিলেন উৎসবের কমিটির চেয়ারম্যান রাজ চক্রবর্তী, মন্ত্রী অরূপ বিশ্বাস, পরমব্রত চট্টোপাধ্যায়, কোয়েল মল্লিক। এবারের উৎসবে ফোকাস কান্ট্রি জার্মানি। চলচ্চিত্র উৎসবের সূচনায় মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত তো থাকবেনই, সেই সঙ্গে অতিথি তালিকায় রয়েছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, জয়া বচ্চন, রাখি গুলজার, মহেশ ভাট, গৌতম ঘোষ, অ্যান্ডি ম্যাকডোয়েল। চলচ্চিত্র উৎসবের সূচনা হবে ‘গুপি গাইন বাঘা বাইন’ ছবি দিয়ে। এদিন জানানো হল, এবার ১৭টি সিনেমা হলে দেখানো হবে ছবি। এগুলি হল- নন্দন এক, নন্দন দুই, নন্দন তিন, রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, বিজলি, প্রিয়া, মিনার, নবীনা, অজন্তা, পিভিআর অবনি, আইনক্স সিটি সেন্টার ওয়ান, রবীন্দ্র ওকাকুরা ভবন, নজরুল তীর্থ, নিউ এম্পায়ার, নেতাজী ইনডোর স্টেডিয়াম এবং চলচ্চিত্র শতবর্ষ ভবন। প্রথমবার থ্রিডি ছবি দেখানো হবে উৎসবে। প্রিয়া ও বিজলিতে দেখানো হবে দুটো থ্রিডি ছবি সেই সঙ্গে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ছোটদের ছবিতেও। ১৪ নভেম্বর শিশির মঞ্চে সারাদিন স্ক্রিনিং হবে অ্যানিমেশন ফিল্ম। এছাড়াও উৎসব চলাকালীন নন্দন চত্বরের এলিডি স্ক্রিনে চলবে জার্মানি সহ বিভিন্ন দেশের অ্যানিমেশন ছবি।