August 14, 2022

“রবি ঠাকুরের জন্মদিনে” TV9 বাংলায় বিশেষ অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি –

নিজের জন্মদিন নিয়ে নানা ভাবনা ভাবতেন রবীন্দ্রনাথ। কবির জীবনের প্রথম জন্মদিন পালন থেকে শেষবার জন্মদিন উৎসব-উদযাপনের কিছু গল্পে ভরা ‘রবি ঠাকুরের জন্মদিনে’ এবার TV9 বাংলার নিউজ সিরিজে। TV9 বাংলায় তথ্যচিত্রটি দেখানো হবে ৮ মে, রবিবার রাত ১০টায় ও ৯ মে, সোমবার সকাল ১০ টায়।

বিলেত থেকে ফিরে ঠাকুরবাড়িতে জন্মদিন পালনের রেওয়াজ চালু করেছিলেন রবীন্দ্রনাথের মেজদা সত্যেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী জ্ঞানদানন্দিনী দেবী। তবে ২৬ বছর পর্যন্ত রবীন্দ্রনাথের জন্মদিনে উৎসব হয়নি। কীভাবে পালিত হয়েছিল তাঁর প্রথম জন্মদিন? সে সময় রবীন্দ্রনাথ ছিলেন ৪৯ নম্বর পার্ক স্ট্রিটের বাড়িতে। পার্ক স্ট্রিটের সেই বাড়িতে

মেজদা সত্যেন্দ্রনাথ ও মেজবউঠান জ্ঞানদানন্দিনী দেবীর সঙ্গে ছিলেন রবীন্দ্রনাথ। ২৬ পেরিয়ে ২৭-এ পা দিয়েছেন কবি। সেই বাড়িতেই জীবনের প্রথমবার জন্মদিন পালন হল কবির। দিনটা ছিল ১৮৮৭-এর ৭ মে, শনিবার। রবিমামার প্রথম জন্মদিন উৎসবের আয়োজন করেছিলেন ভাগ্নি সরলা দেবী।

দেখতে দেখতে এক একটা বসন্ত পেরিয়েছেন কবি। আর নতুন নতুন জন্মদিন ছায়া ফেলেছে তাঁর জীবনে। ১৯০২-এর ৮ মে শান্তিনিকেতনে পারিবারিক ঘেরাটোপের বাইরে কবির ৪২ বছরের জন্মদিন পালন করা হয়। তবে জন্মদিনের উৎসবে আড়ম্বর নিয়ে তীর্যক কটাক্ষও ধেয়ে এসেছিল কবির দিকে বারবার। বেদনা-অভিমানে সে সবের জবাবও দিয়েছিলেন কবি।

কবিকে সামনে বসিয়ে জন্মদিনের শেষ উৎসব হয়েছিল ১৯৪১-এর পয়লা বৈশাখে। অভিনন্দন বার্তা পাঠিয়েছিলেন মহাত্মা গান্ধীও। শেষ জন্মদিনের দু-দিন আগে ২৩ বৈশাখ কবি লিখেছিলেন, ‘হে নূতন, দেখা দিক আর-বার জন্মের প্রথম শুভক্ষণ’। আবার ২৫শে বৈশাখের শুভক্ষণেই দিনের তারা, রাতের রবিকে স্মরণ TV9 বাংলার।

About Post Author

Total Page Visits: 50 - Today Page Visits: 1