রবীন্দ্রসঙ্গীতের ডালি নিয়ে অ্যালবাম প্রকাশিত হল সম্প্রতি

নিজস্ব প্রতিনিধি –
দেবাদৃত চট্টোপাধ্যায় নবীন প্রজন্মের যারা গানে গানে নজরে এসেছেন তাদের মধ্যে অন্যতম। দেবাদৃত মূলত রবীন্দ্রসঙ্গীত শিল্পী হলেও সঙ্গীত গুরু শ্রাবণী সেনের উৎসাহে আধুনিক বাংলা গানে আসা। চোখের তারা তুই, দ্বিরাগমন, মঙ্গলচণ্ডী, চিরদিন আমি যে তোমার থেকে দূর্গা দূর্গেশ্বরী এই সময়ের বেশির ভাগ ধারাবাহিকের শীর্ষ গায়ক দেবাদৃত। ওর ব্যারিটোন ভয়েসের জন্যই এই চাহিদা। সম্প্রতি শ্রীনিবাস মিউজিক থেকে প্রকাশিত হয়েছে সিঙ্গেল আধুনিক গান “ঝিল সায়রের গান”। “ঝিল সায়রের গান” সহ অন্য গান নিয়ে কথায় গানে শিল্পীকে পাওয়া গেল “শুধুই দেবাদৃত” অনুষ্ঠানে। বুধবার গ্যালারী গোল্ডের মঞ্চে। শ্রীনিবাস মিউজিক এবং নবরবিকিরণ থেকে প্রকাশিত হল দেবাদৃতর ৮টি রবীন্দ্র সঙ্গীতের আ্যলবাম “আমার যে গান”। আ্যলবামটির আনুষ্ঠানিক প্রকাশ করেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও শিক্ষিকা প্রমীতা সেন, উপস্থিত ছিলেনদেবজিত রায়, নবরবিকিরণ ও নবনালন্দার অরিজিৎ মিত্র, শ্রীনিবাস মিউজিকের কর্নধার সুভাশিষ সূর, প্রমুখ।