August 14, 2022

রবীন্দ্র জন্মবার্ষিকী পালন হল বিধান শিশু উদ্যান এ

মোল্লা জসিমউদ্দিন – কলকাতা

বিধান শিশু উদ্যানে সাড়ম্বরে পালিত হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্ম দিবস। বিধান কলাকেন্দ্রর শিশু-কিশোরেরা নাচ, গান, আবৃত্তি পরিবেশন করে। বিধান শিশু উদ্যানের ছোটো ছোটো সভ্য-সভ্যা এবং অভিভাবক- অভিভাবিকাদের মধ্যে উৎসাহের অন্ত ছিল না।সকাল থেকে বৃষ্টির জন্য বিধান শিশু উদ্যানের রাধিকাপ্রসাদ মুক্তমঞ্চের পরিবর্তে অন্য জায়গায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শুরু হয় ঠিক বিকাল ৪টেয়। অনুষ্ঠানের শুভারমভ হয় কবিগুরুর হে নূতন, দেখা দিক আর – বার গান দিয়ে।

দেড় শতাধিক সভ্য- সভ্যা নাচ, গান,আবৃত্তি মাধ্যমে কবিগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানেরঅন্যতম আকষণ ছিল ঋতুরঙ্গ। লকডাউনে কারণে দীর্ঘদিন সবতঃসফূতভাবে বিধান শিশু উদ্যানের কোনো অনুষ্ঠানই করা সম্ভব হয়নি। এবছর মুক্ত আবহাওয়ায় সুস্থ পরিবেশে রবীন্দ্র জয়ন্তী পালনে শিশুদের যোগদান ছিল চোখে পড়ার মতো। প্রায় দেড় ঘণ্টা ধরে অনুষ্ঠানটি চলে এবং উপস্থিত সকলের মিষ্টি মুখের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয় বলে জানিয়েছেন বিধান শিশু উদ্যান এর সম্পাদক গৌতম তালুকদার মহাশয়

About Post Author

Total Page Visits: 49 - Today Page Visits: 1