January 22, 2022

রবীন্দ্র জয়েন্তী পালন

মহন্ত দাশগুপ্ত – উত্তর ২৪ পরগনা


পানিহাটিতে গঙ্গার ধারে স্নিগ্ধ বাতাসের মনোরম পরিবেশে ছাতু বাবুর বাগানে, যাকে পেনেটির বাগান বলে সকলেই জানেন এবং এই বাগানেই একটা সময় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন বিশ্রাম নিতে এবং স্বাস্থ্য রক্ষা করতে। এক সময় ভারতে যখন প্লেগের মহামারী শুরু হয়,এই সময় তিনি কলকাতায় জোড়াসাঁকোর বাড়ি থেকে চলে আসেন এই পানিহাটিতে ছাতু বাবুর বাগানে। বিশ্বকবি রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত স্থান হিসেবে এখানে ব্রোঞ্জের মূর্তি স্থাপন করা হয় বিশ্ব কবির। আজ ২৫ শে বৈশাখ ১৪২৮ -ইংরেজি ৯ এপ্রিল ২০২১ বিশ্ব কবি রবীন্দ্রনাথের ১৬০ তম জন্ম দিনে শ্রদ্ধা জানাতে ছুটে এসেছিলেন বিধানসভার প্রাক্তন মুখ্য সচেতক তথা নব নির্বাচিত বিধায়ক নির্মল ঘোষ। সঙ্গে ছিলেন রবীন্দ্র প্রেমী বহু মানুষ। বিশ্ব কবির মর্মর মূর্তিতে মাল্যদান করে নির্মল ঘোষ শান্তির বার্তা দিলেন বর্তমান যুব সমাজকে।

Total Page Visits: 223 - Today Page Visits: 1