January 17, 2022

রাখিবন্ধনে আবদ্ধ হল ওরা

সপ্তর্ষি সিংহঃ

কেউ পথশিশু আবার কেউ অনাথ, তাঁদের প্রত্যেকের ঠিকানা শহীদ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়। সৃষ্টি ডান্স অ্যাকাডেমীর ফাউণ্ডার নৃত্যশিল্পী ইন্দ্রানী গাঙ্গুলি নৃত্য প্রশিক্ষণের পাশাপাশি সমাজসেবায় নিয়োজিত। কখনও অনাথ ও পথশিশুদের সাহায্য আবার কখনও রাখিবন্ধনে তাঁদের মুখে একটু হাসি ফোটান তিনি। তাঁর উদ্যোগে শনিবার দক্ষিণ শহরতলির উপকন্ঠে শহীদ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১০০ জন শিশুর হাতে রাখি পড়িয়ে দেওয়া হল। এই অনুষ্ঠানে উপস্হিত হয়েছিলেন মেয়র পারিষদ দেবাশিষ কুমার।

Total Page Visits: 194 - Today Page Visits: 1