May 22, 2022

রাজকুমার দাসের শর্ট ফিল্ম “একদিনের স্বাধীনতা”- ফিল্ম ফেস্টিভ্যাল এ মনোনীত হলো

নিজস্ব প্রতিনিধি –

সমাজের কাছে মূলত বার্তা দিতে পারে এমনি সব বিষয়কে বেছে নিয়ে দীর্ঘ বেশ কিছু বছর ধরে পরিচালক রাজকুমার দাস শর্ট ফিল্ম পরিচালনা করে আসছেন। তার বেশির ভাগ ছবিতে গ্রামের গল্প কিংবা সম্পর্কের কথা বেশি বেশি দেখা যায়।তবে তার সাম্প্রতিক ছবি “এক দিনের স্বাধীনতা”-একটু আরও স্বতন্ত্র।কারণ তিনি এই প্রথম ছোটদের জন্য শর্ট ফিল্ম করলেন।ছবিটি ইতিমধ্যেই আগামী ২২শে ডিসেম্বর যাদবপুর শহীদ স্মৃতি সংঘ শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল এ প্রদর্শনের জন্য মনোনীত হয়েছে। ছবিতে এক

পথশিশুর স্বাধীনতা কেমন পালন করে এবং তার জীবন যাপন কে তুলে ধরেছেন পরিচালক রাজকুমার দাস।তেরো মিনিটের ছবিতে প্রধান অভিনয় করেছেন মাস্টার পুষ্পেন্দু মন্ডল,নীল আকাশ ও মাস্টার ঋক দাস। চিত্রগ্রহনে প্রেম কুমার,সম্পাদনায় অনিতেশ অধিকারী। ছবিটি আগামী দিনে আরও বেশ কয়েকটি ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে বলে জানালেন ছবির প্রযোজক শ্রীমতী মৌসুমী দাস। সম্প্রতি ছবির পোস্টার রিলিজ হয়ে গেল।যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা অর্জন করেছে।”চিত্রসাথী ফিল্মস”-এর ব্যানারে নির্মিত ছবির সাফল্য কামনা করি।আশা করি এই ছবিও শুধু ছোটদের কাছে নয় বড়দের ও হৃদয় জয় করবে।

Total Page Visits: 262 - Today Page Visits: 1