October 7, 2022

রাজপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটি ৭৫ বছরে পা দিল

নিজস্ব প্রতিনিধি –

৭৪ পেরিয়ে ৭৫ বছরে পা দিল রাজপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটি । সম্প্রতি মাতৃ মন্ডপে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা শ্রী অরিন্দম গাঙ্গুলি । জেলার পুজো হলেও বিশেষ ভাবে সকলের নজর কারে এই মন্ডপটি । পূজা অর্চনার পাশাপাশি এই

কমিটি সাড়া বছর ই বিভিন্ন ধরনের সমাজিক কাজ কর্মের সাথে যুক্ত থাকে। পূজার কয়েক টা দিন মণ্ডপের পাশের মঞ্চে সঙ্গীতা অনুষ্ঠান ও বাউল গানের ব্যবস্থা করা হয় । প্রাক্তন পৌর প্রধান ইন্দু ভুষন ভট্টাচার্য , ১৫ নম্বর ওয়ার্ডের পৌরপিতা ও সি এই সি অমিতাভ রায় চৌধুরী , প্রমুখ উপস্থিত ছিলেন মন্ডপে ।

ছবি – রাজেন বিশ্বাস।

About Post Author

Total Page Visits: 417 - Today Page Visits: 2