September 27, 2022

রাজীব প্রােডাকশনের পাঁচটি স্বল্পদৈর্ঘ্যের ছবির আনুষ্ঠানিক উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি – কলকাতা

রাজীব প্রােডাকশন প্রযোজিত পাঁচটি স্বল্পদৈর্ঘ্যের ছবির আনুষ্ঠানিক উদ্বোধন হল সম্প্রতি। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী শ্রী ব্রাত্য বসু, অধ্যাপক ড. সৌগতরায়, শ্রী চন্ডী পাণ্ডা প্রমুখ । এছাড়া

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির কলাকুশলীরাও ও ছবির প্রযোজক রাজীব গুলচা। পাঁচটি স্বল্প দৈর্ঘ্যের ছবি গুলি হল তামাক, রং পেন্সিল, দহন, প্রেস্টিজ এবং মনিহারা ।তামাক ছবিটি ইতিমধ্যেই একাধিক আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে । সেগুলি হল ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, ফার্স্ট রানার আপ,ইন্ডিয়ান ট্যালেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল এস২– ফোর্থ রানার আপ,ওয়ালেস ফিল্ম ফেস্টিভ্যাল ইত্যাদি ।বাকি চারটি শর্টফিল্ম অর্থাৎ দহন,প্রেস্টিজ, রং পেন্সিল, মনিহারা এইগুলি দ্রুত বিভিন্ন চলচ্চিত্র

উৎসবেস্ক্রিনিংয়ের জন্য পাঠানাে হবে। এই অনুষ্ঠানের প্রধান অতিথি মন্ত্রী শ্রী ব্রাত্য বসু বলেন, ‘প্রতিভাবান অভিনেতা অভিনেত্রীদের জন্য শর্টফিল্মঅত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম’। প্রযােজক রাজীব গুলচা বলেন, ‘আমি সবসময়ই চাই নতুন প্রজন্মের সঙ্গে কাজ করতে। আমাদের দেশে প্রতিভার অভাব নেই,দুর্ভাগ্য জনক ভাবে

অনেক প্রতিভা শুধু সুযােগের অভাবে নষ্ট হয়ে যায়।এরকম প্রতিভাবানদের সুযােগ দিতে পেরে আমি খুশি। রাজীব প্রােডাকশন বিভিন্ন ধরনের ফিল্ম বিশেষ করে শর্টফিল্ম, ফিচার ফিল্ম, মিউজিক ভিডিও, ডকুমেন্টফিচার, ডকুমেন্টারি ও তথ্যচিত্র প্রযােজনা

করে থাকে । ২০২০ সালেই প্রযােজনা সংস্থা হিসেবে যাত্রা শুরু করে রাজীব প্রোডাকশন । নিউজ বেঙ্গল অনলাইন এর পক্ষ থেকে রাজীব প্রোডাকশনের জন্য রইল অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।

ছবি – নিউজ বেঙ্গল অনলাইন রাজেন বিশ্বাস।

About Post Author

Total Page Visits: 616 - Today Page Visits: 1