October 7, 2022

রাজ্য ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন অরিন্তপ ও উৎসবা

নিজস্ব প্রতিনিধিঃ

৮২তম সিনিয়র রাজ্য ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে জোড়া খেতাব উৎসবা পালিতের। এই প্রথম রাজ্য চ্যাম্পিয়নশিপে মহিলাদের সিঙ্গেলস এবং ডাবলস, দুই বিভাগেই সোনার পদক উঠল একদা জুনিয়র জাতীয় চ্যাম্পিয়নের গলায়। সিঙ্গেলসে প্রতিদ্বন্দ্বী সঞ্চালি দাশগুপ্তর বিরুদ্ধে সহজেই স্ট্রেট সেটে ২-০ (২১-১৪, ২১-১৩) তে জয় ছিনিয়ে নেয় উৎসবা। সিঙ্গেলসের পাশাপাশি মহিলাদের ডাবলসে সঞ্চালি দাশগুপ্ত ও মোহরমালা মুখার্জি জুটিকে স্ট্রেট সেটে ২-০ (২১-১৬, ২১-১৯) পরাজিত করে মণিদীপা দে ও উৎসবারা । অন্যদিকে পুরুষদের সিঙ্গলসে অনির্বান মন্ডলের বিরুদ্ধে প্রত্যাশিতভাবেই জয় পায় অরিন্তপ দাশগুপ্ত। ম্যাচের স্কোর ২-০ (২১-১৪, ২১-১৩) । পুরুষের ডাবলসের লড়াই ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দু। হাড্ডাহাড্ডি লড়াই এর পরে জয় পায় অরূপ বৈদ্য ও রতিকান্ত সাহা জুটি। প্রতিপক্ষ কৌশিক পাল ও পল্লব বসু জুটির বিরুদ্ধে ম্যাচের স্কোর ছিল ২-১ (২১-১৭, ১১-২১, ২১-১৮)। রাজ্য চ্যাম্পিয়নশিপের ফাইনালে দিনের শেষ লড়াই ছিল মিক্সড ডাবলসের। অনির্বান মন্ডলের সাথে জুটি বেঁধে স্ট্রেট সেটে (২১-১৪, ২১-১৯) নিজেদের জয় নিশ্চিত করে সঞ্চালি দাসগুপ্ত। তাদের বিপরীতে ছিল ময়ূখ ঘোষ ও মনিদিপা দে জুটি।

About Post Author

Total Page Visits: 390 - Today Page Visits: 2