January 22, 2022

রাজ্য সরকারের ঘোষিত দুয়ারে সরকার প্রকল্পের কর্মসূচি অনুষ্ঠিত হলো নৈহাটির ১৫ নম্বর ওয়ার্ডে

মহন্ত দাশগুপ্ত – উত্তর ২৪ পরগনা

নৈহাটির ১৫ নম্বর ওয়ার্ডের যদুনাথ পাঠশালায় বেলা দশটা থেকে অনুষ্ঠিত হয় পশ্চিমবঙ্গ সরকারের “দুয়ারে সরকার” কর্মসূচি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নৈহাটি পৌরসভার পৌর প্রশাসক অশোক চট্টোপাধ্যায় ও ই ও সাহেব – রামপ্রসাদ বার্নওয়াল, কানাইলাল

আচার্য শম্ভুনাথ বিশ্বাস ও অন্যান্য নেতৃবৃন্দ। এই দুয়ারে কর্মসূচিতে প্রায় ৫ থেকে ৬ শো মানুষ লাইন দিয়ে তাদের সমস্ত সুযোগ সুবিধা গ্রহণ করেন, যেমন স্বাস্থ্যসাথ, বাধ্যক্য ভাত, বিধবা ভাত, রেশন কার্ড সহ নানান সুযোগ-সুবিধ। ক্যামেরায় ও সংবাদ সংগ্রহে মহন্ত দাশগুপ্ত

Total Page Visits: 358 - Today Page Visits: 1