August 17, 2022

রাতের কলকাতার আকাশে জুড়ে ভেসে বেড়াতে লাগলো সরকার বাড়ির বানানো প্রথম কলকাতার আলোকিত ঘুড়ি

নিজস্ব প্রতিনিধি –

ঘুড়ি ওড়ানো একটি বিনোদনমূলক অবসর বিনোদন বর্তমানে জীবন যাত্রার মান এতো দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছে যে তার সাথে তাল মেলাতে গিয়ে সব প্রচলিত রীতি নীতি আমরা সবাই ভুলে যাচ্ছি। আমার ঘুড়িতে হাতেখড়ি আমার বাবা ও জেঠুর হাতে ধরে ছোট থেকে দেখে আসছি ১৫ই অগাস্ট এর আগেই থেকে বাড়িতে হামাল দিস্তা তে

কাঁচগুড়ো করা হতো তারপরে সাবুদানা জ্বাল দিয়ে তাতে রং কাঁচগুড়ো ও আরো সব জিনিসপত্র মিশিয়ে সুতোতে মাঞ্জা দেওয়া হতো। আমার কাজ ছিল সুতোর রিল আঙুলে গুঁজে এগিয়ে চলা তার পরে ঘুড়ি ওড়ানোর দিন ভোর থেকেই শুরু হতো ভোকাট্টা আসে পাশের বাড়ির ছাদে ভোরে যেতে কত আত্মীয়স্বজন রা আসতো ঘুড়ি ওড়াতে। দিন কেটে যায় আবার নতুন দিন আসে এভাবেই আমাদের ব্যাস্ত জীবন

থেকে ঘুড়ি ওড়ানো বাজি বানানো সব নিশ্চিহ্ন হয়ে যায়।আমরা ইউটিউবে দেখেছিলাম রাতের আকাশে ঝলমল করছে এলইডি লাইট লাগানো ঘুড়ি, জাপান, চীন, সিঙ্গাপুরে বিভিন্ন ঘুড়ি উৎসবে সেই ঘুড়ি ওড়ানো হতো, সেই দেখে আমার ও আমার ভাইপো সোহান সরকার এর ইচ্ছা হলো আমরাও কলকাতার বুকে প্রথম সেই লাইট লাগানো আলোকিত ঘুড়ি ওড়াবো যেমন ভাবনা তেমনি কাজ শুরু হলো নানা পরীক্ষা নিরীক্ষা নানা সাইজের ঘুড়ি নিয়ে তাতে এলইডি লাইট লাগিয়ে ওড়াবার চেষ্টা করলাম, কিন্তু সফল

হলাম না শেষে আমরা যেখান থেকে ঘুড়ি অর্ডার দিয়ে বানাই “সঞ্জু কাইটস” তাকে বললাম তিন ফুট বাই আড়াই ফুটের একটা বড় পাঁচ তেল বানিয়ে দিতে. তারপরে সেখানে এলইডি স্ট্রিপ লাইট লাগানো হলো সাথে ব্যাটারী ঘুড়ি আর লাইট এর মিলিত ওজন হলো ৩৫ গ্রাম। ঘুড়িতে লাইট এর ডিজাইন করে দিলো সোহান খুব সুন্দর করে তারপরে এলো সেই সন্ধিক্ষণ রাতের কলকাতার আকাশে জুড়ে ভেসে বেড়াতে লাগলো সরকার বাড়ির বানানো প্রথম কলকাতার আলোকিত ঘুড়ি যা দেখে আসে পাশের সবাই চিৎকার

করতে থাকলো যে কি উড়ছে আকাশে। এই ভাবে ১৫ মিনিট ওড়াবার পরে নামিয়ে নিলাম প্রথম কলকাতার আলোকিত ঘুড়ি। এই সাফল্যের পিছনে দুজনের অবদান অনস্বীকার্য সোহান সরকার এবং রাজুল সরকার এদের অক্লান্ত পরিশ্রম ও ভালোবাসার জন্যই প্রথম কলকাতার আলোকিত ঘুড়ি রাতের কলকাতা সরকার বাড়ির ছাদ থেকে ওড়ানো সম্ভব

হয়েছে। স্বপ্ন দেখছি একদিন আমরা সবাই রাতের আকাশে আলোকিত ঘুড়ি ওড়াবো।একান্ত সাক্ষাৎ কারে আমাদের এই পুরো কথাটি জানালেন সরকার বাড়ির এক সদস্য শ্রী সৌমিক সরকার।

About Post Author

Total Page Visits: 532 - Today Page Visits: 1