রাহুল দেব বর্মণের জন্মদিন পালন হল কলকাতায়

নিজস্ব প্রতিনিধি –
আজ রাহুল দেব বর্মণের জন্মদিন কলকাতার সাদার্ন এভেনিউ এ অবস্থিত শিল্পীর মূর্তিতে মাল্যদান করেন অমিত কুমার ফ্যান ক্লাবের সদস্যরা। উপস্থিত ছিলেন শিল্পীর গুনমুগ্ধরা কোরোনার কারণে ক্লাবের পক্ষ থেকে আগেই সোসাল মিডিয়ায় যে কোন রকমের জমায়েত না করতে অনুরোধ জানান হয়। যদিও পঞ্চম দার অনুরাগীদের মূর্তিতে ফুল দিতে আসতে দেখা যায় এই মূর্তিটি অমিত কুমার ফ্যান ক্লাবের পক্ষ থেকে বসানো হয়েছিল। উদ্বোধন করেন অমিত কুমার স্বয়ং।আমপানের দাপটে সাদার্ন এভেনিউ এ অনেক বড় গাছ পড়ে গেলেও মূর্তির কোন রকম ক্ষতি হয়নি।
About Post Author
Total Page Visits: 606 - Today Page Visits: 2