May 16, 2022

রুদ্রপলাশের ঋতু উৎসব

নিজস্ব প্রতিনিধি –

সম্প্রতি আই সি সি আর হলে রূপান্তরকামীদের নিয়ে অনুষ্ঠিত হল মহাভারতের কাহিনী অবলম্বনে ‘মহা মানবী’। সপ্তম বর্ষে পা রাখলো রুদ্রপলাশের ঋতু উৎসব। প্রথমবার রূপান্তরকামীদের নিয়ে হল মহাভারত… মহা ভারতের ১১ জন নারী চরিত্র নিয়ে তৈরি হয়েছে ‘মহা মানবী’, যেখানে অভিনয় করতে দেখা গেল ১১ জন রূপান্তরকামী শিল্পীকে। প্রতি বছরের মতো এবছরও প্রয়াত চিত্র পরিচালক ঋতুপর্ণ ঘোষকে শ্রদ্ধা জানিয়ে শুরু হল ঋতু উৎসব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিথি হিসাবে পন্ডিত মল্লার ঘোষ , ব্রতততি বন্দ্যোপাধ্যায়, প্রমিত মুখার্জি, আর জে

প্রভিন, অভিরূপ সেনগুপ্ত, বিউটিশিয়ান শর্মিলা সিং ফ্লোরা, ফ্যাশন ডিজাইনার ইরানি মিত্র। ধারণা ও কোরিওগ্রাফিতে ছিলেন মেঘ সায়ন্তনী ঘোষ।
সমাজে রূপান্তরকামী সমস্ত মানুষের জায়গা দৃঢ় করা ও তাদের যোগ্য সম্মান দেওয়াই ছিল অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। এছাড়াও এদিন উপস্থিত ১১ জন রূপান্তরকামী ও রূপান্তরিত পুরুষ ও মহিলাকে পড়া – প্রকৃতি সম্মানে সন্মানিত করা হল।

Total Page Visits: 380 - Today Page Visits: 1