September 27, 2022

রেকডিং শেষের পথে বাংলা ছায়াছবি সেতারে ঝঙ্কার

সোমনাথ সাহা , কলকাতা

সম্প্রতি বাংলা ছায়াছবি সেতারে ঝঙ্কার এর গান রেকডিং হয়ে গেল স্টুডিও ও,এইচ,ডি তে , রেকডিস্ট অভিজিৎ মণ্ডল ( অলি ) এর তত্ত্বাবধানে। ছবিতে মোট ৭ টি গান আছে , ইতি মধ্যে ছবির ৫ টি গান রেকডিং শেষ। ছবির প্রযোজক শ্রীমতি শিউলি রামানী গোমস বলেন আর একটু গান রেকডিং এর কাজ বাকি আছে, শেষ করেই আমরা শুটিং এ বেড়িয়ে পড়বো ।

কোলকাতা ও বাংলার বিভিন্ন স্থানে শুটিং এর লোকেসান ঠিক করা হয়ে গেছে । সব ঠিক ঠাক চললে আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে শুটিং শুরু হয়ে যাবে। আমি ধন্যবাদ জানাই আমার এই ছবির গানে সুরে সুর মিলিয়ে ছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী , দেবাশীষ রায় , অরুষ কর , সুমিতা বিশ্বাস এবং আমি নিজেও গান গেয়েছি ।

About Post Author

Total Page Visits: 986 - Today Page Visits: 2