রেনোর নতুন সংযোজন ট্রিবার

সপ্তর্ষি সিংহঃ
বাজারে নতুন গাড়ি আনল রেনো ট্রিবার। বৃহস্পতিবার তার আনুষ্ঠানিক প্রকাশ করা হল। স্টাইল কিংবা আধুনিকতা ছাড়াও এই গাড়ির প্রধান বৈশিষ্ট্য হল স্পেস বা জায়গা। রেনো’র ভারতের সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর ভেঙ্কটরাম মামিল্লাপালে সেকথা জানিয়েছেন। তিনি বলেন, ভারতীয় বাজারকে মাথায় রেখেই এই গাড়ি তৈরি করা হয়েছে। অপর কর্তা সুধীর মালহোত্রা বলেন, ছোটর মধ্যে কী করে পর্যাপ্ত জায়গা রেখে গাড়ি তৈরি করা যায়, তা ইঞ্জিনিয়ারিং এবং ডিজাইনারদের বলে দেওয়া হয়েছিল। গাড়িটিতে যেমন সাতজন বসতে পারবেন, তেমনই চাইলে পাঁচজনও বসতে পারবেন। কারণ, একদম পিছনের দু’টি সিট সুবিধামতো খোলা এবং বসানো যাবে। চার রকমের দাম ঠিক করা হয়েছে এই গাড়ির, শুরু ৪.৯৫ লক্ষ টাকা থেকে।