লঞ্চ হল একশোয় বারো ক্যালেন্ডারের

নিজস্ব প্রতিনিধি – কলকাতা
সত্যজিৎ রায় ছিলেন একজন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার, সংগীত রচয়িতা, গ্রাফিক শিল্পী, গীতিকার এবং লেখক। সত্যজিৎ রায়ের ডিজাইন করা

কিছু ছবি নিয়ে কলকাতার আইসিসিআর এ লঞ্চ হয়ে গেল সুদীপ্ত চন্দ্র নিবেদিত ক্যালেন্ডার একশোয় বারো। এই ক্যালেন্ডারের মূল বিষয় ছিল ডিজাইনার সত্যজিৎ রায়। ক্যালেন্ডার লঞ্চ উপলক্ষে উপস্থিত ছিলেন শ্রী সন্দীপ রায়, ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়, সত্যজিৎ রায় বিশেষজ্ঞ দেবাশিস
মুখোপাধ্যায়, দেবজিৎ বন্দ্যোপাধ্যায়, মল্লার ঘোষ ও আরও অনেকে। দ্য ড্রিমারস এর পক্ষ থেকে সুদীপ্ত চন্দ্র বলেন আমাদের উদ্দেশ্য হলো চিত্র পরিচালক সত্যজিৎ রায় নয় ডিজাইনার সত্যজিৎ রায়কে এই ক্যালেন্ডারের মাধ্যমে তুলে ধরা।