লঞ্চ হল সাইন প্রোডাকশনে ক্যালেন্ডার গার্ল ২০২০

তনয় মন্ডল – কলকাতা
সাইন প্রোডাকশনের পক্ষ থেকে মুক্তি পেল তাদের নতুন বছরের ক্যালেন্ডার ২০২০। এই লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশ্রী মহাপাত্র (ডেপুটি আইনী উপদেষ্টা সিবিআই), প্রাক্তন সিপিআরও (পূর্ব রেল) -আর.এন মহাপাত্র, ফ্যাশন ডিজাইনার-মিঃ প্রমিত মুখোপাধ্যায়, নৃত্যশিল্পী এবং কোরিওগ্রাফার – মিসেস ইন্দ্রাণী গাঙ্গুলি ও ছিলেন সাইন প্রোডাকশনের কর্ণধার সন্তু সিনহা। সাইন প্রোডাকশন এই ক্যালেন্ডারের বিষয় টা একটু অন্য রকমের গতানুগতিক ক্যালেন্ডারের থেকে আলাদা, তাদের বিষয় ছিল বেঙ্গলি ওমেন্স লাইফ ট্রেডিশন।তারা ক্যালেন্ডারের মডেলের জন্য একটি অ্যাপ চালু করেন এবং সেই অ্যাপেরর মাধ্যমে মডেল নিবার্চন করেন। সম্পূর্ণ দায়িত্ব নিয়ে কাজটি করেন সাইন প্রোডাকশনের কর্ণধার সন্তু সিনহা। তিনি বলেন – আমাদের প্রোডাকশন অ্যাপটির জন্য প্রচুর সাড়া পেয়েছি এবং বিভিন্ন ক্ষেত্রের শিল্পীরা তাদের প্রোফাইল তৈরি করেছেন। আশা করি বিষয়টি সবার ভালো লাগবে।