September 26, 2022

লতা মঙ্গেশকরের স্মরণে বিশেষ কভার প্রকাশিত হল ভারতীয় ডাক বিভাগ থেকে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স- এর উদ্যোগে

নিজস্ব প্রতিনিধি –

লতা মঙ্গেশকারের মৃত্যুর খবরে স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা দেশ তথা উপমহাদেশ। অন্তবিহীন… বড়ো শূন্য শূন্য দিন। ভারতের ইতিহাসে সবচেয়ে সুরেলা কণ্ঠ থেমে যাওয়ার দুঃখ ভোলার নয় কখনোই। তবে এটাও ঠিক তিনি যেন মৃত্যুহীন প্রাণ। চির অমর হয়ে থাকবে তাঁর সব গান। অন্তরকে নাড়িয়ে দিয়ে যাওয়া লতা মঙ্গেশকরের গান আরো কয়েক প্রজন্মকে সমৃদ্ধ করবে।

এই কিংবদন্তি লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানাতে তাঁর স্মরণে এক অনন্য প্রয়াস নিয়েছে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স – ‘ সর্বোত্তম- কাল, আজ ও পরশু’।
২১ ফেব্রুয়ারি কলকাতার জিপিওর রটন্ডায়ে এই অনুষ্ঠানের আসর বসেছিল। লতা মঙ্গেশকরের স্মৃতিতে ‘ ইন্ডিয়া পোস্ট’ এক বিশেষ প্রচ্ছদ প্রকাশ করলো, যা শ্যাম সুন্দর কোং জুয়েলার্স- এর ‘ সর্বোত্তম সম্মান’ – এর অংশ বলা যায়।

শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উদ্যোগে ভারতীয় ডাক বিভাগ প্রকাশ করল এক স্পেশাল কভার সঙ্গীত সাম্রাজ্ঞী লতা মঙ্গেশকর-এর স্মরণে।উপস্থিত ছিলেন চিফ পোস্ট মাস্টার জেনারেল জে. চারুকেশী,পোস্ট মাস্টার জেনারেল নীরজ কুমার, সংস্থার দুই কর্ণধার অর্পিতা সাহা,রূপক সাহা, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ, সঙ্গীত শিল্পী অন্তরা চৌধুরী,লতা গবেষক স্নেহাশিস চ্যাটার্জি প্রমুখ।

জে চারুকেশী এই উদ্যোগে খুশি হয়ে জানান, ‘ লতা মঙ্গেশকরের মতো একজন কিংবদন্তির ওপরে এমন কভার প্রকাশ করতে পারাটা আমার কাছে ভীষণ আনন্দের।’
অন্যদিকে, শ্যাম সুন্দর কোং জুয়েলার্স- এর এই উদ্যোগকে স্বাগত জানান নীরাজ কুমার।
গৌতম ঘোষের বক্তব্য, ‘ এর আগেও এই প্রতিষ্ঠানের অন্যান্য উদ্যোগে সামিল হয়েছি। তবে লতা মঙ্গেশকরের ওপরে এই বিশেষ প্রচ্ছদ সত্যিই অনবদ্য ব্যাপার।’ বিশিষ্ট সংগীত পরিচালক প্রয়াত সলিল চৌধুরীর মেয়ে অন্তরা চৌধুরী আবেগঘন হয়ে জানান, ‘ বাবার সুর করা অসংখ্য গানে লতা মঙ্গেশকর গেয়েছেন। ওঁনার সঙ্গে আমার অসংখ্য স্মৃতি এখনো উজ্জ্বল। শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-এর এই উদ্যোগে আমি উচ্ছ্বসিত।’
প্রতিষ্ঠান অধিকর্তা অর্পিতা সাহা জানান, ‘ আমাদের সংস্থা গুণের কদর করে। বিভিন্ন সময় নানা রকম উদ্যোগ নিয়ে আমরা তা আনন্দের সঙ্গে উদযাপন করি।’
সংস্থার আরেক অধিকর্তা রূপক সাহার কথায়, ‘ পণ্ডিত বিরজু মহারাজ, ড. এল সুব্রহ্মণ্যম ও উস্তাদ আমজাদ আলী খানের মতো কিংবদন্তিদের আমরা সর্বোত্তম সম্মানে ভূষিত করেছি। আজ লতা মঙ্গেশকরের মতো এক অধ্যায়ের ওপর বিশেষ প্রচ্ছদ প্রকাশ করতে পেরে আমরা ধন্য। সত্যি তিনি সর্বোত্তম- কাল,আজ ও আগামীতেও।’

About Post Author

Total Page Visits: 168 - Today Page Visits: 2