May 22, 2022

লিগে ফাস্ট বয় ধরে রাখা লক্ষ্য হাবাসের

নিজস্ব প্রতিনিধিঃ

ষষ্ঠ আইএসএল-এ নামছে অ্যাতলেতিকো দে কলকাতা। কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে আইএসএল এর কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি দুবারের চ্যাম্পিয়ন এটিকে। আইএসএল মানেই ফুটবল ও বিনোদনের যুগলবন্দী। তাই উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে টাইগার শ্রফ ও দিশা পাটানির পারফরমেন্স। এছাড়াও গ্যালারিতে থাকবেন সদ্য ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া সৌরভ গাঙ্গুলি। রাঁচিতে টেস্ট ম্যাচ দেখার পরিকল্পনা বাতিল করেই কেরালা যাচ্ছেন এটিক-র অন্যতম মালিক।
দুবার আইএসএল চ্যাম্পিয়ন হলেও আইএসএল-র শেষ দু’বারের পারফরমেন্স যথেষ্ট হতাশ জনক ৷ এবার রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামস, জবি জাস্টিনদের নিয়ে গড়া লাল-সাদা শিবিরের আক্রমণ ভাগ যথেষ্ট শক্তিশালী। এছাড়াও আনাস এডাথোডিকাদের , জন জনসন, প্রবীর দাসদের নিয়ে গড়া এটিকে রক্ষণ কেরালার স্ট্রাইকারদের পরীক্ষা নিতে তৈরি। তবে মাঝমাঠে লানসারোতের অনুপস্থিতি এটিকে কোচের কপালে ভাঁজ ফেলেছে৷
কেরালা ব্লাস্টার্স দুবার ফাইনাল খেললেও চ্যাম্পিয়ন হতে পারেনি৷ দুবারই কেরালা হেরেছে এটিকে-র বিরুদ্ধে। অতীত ভুলে নতুন ভাবে নতুন মরশুম শুরু করতে চায় কেরালা ব্লাস্টার্স। কোচের চেয়ারে এলকো শাতোরির উপস্থিতি ইয়েলো ব্রিগেডের শক্তি। কারন ডাচ কোচ ভারতীয় ফুটবল হাতের তালুর মতো চেনেন।

Total Page Visits: 569 - Today Page Visits: 1