লিগে ফাস্ট বয় ধরে রাখা লক্ষ্য হাবাসের

নিজস্ব প্রতিনিধিঃ
ষষ্ঠ আইএসএল-এ নামছে অ্যাতলেতিকো দে কলকাতা। কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে আইএসএল এর কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি দুবারের চ্যাম্পিয়ন এটিকে। আইএসএল মানেই ফুটবল ও বিনোদনের যুগলবন্দী। তাই উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে টাইগার শ্রফ ও দিশা পাটানির পারফরমেন্স। এছাড়াও গ্যালারিতে থাকবেন সদ্য ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া সৌরভ গাঙ্গুলি। রাঁচিতে টেস্ট ম্যাচ দেখার পরিকল্পনা বাতিল করেই কেরালা যাচ্ছেন এটিক-র অন্যতম মালিক।
দুবার আইএসএল চ্যাম্পিয়ন হলেও আইএসএল-র শেষ দু’বারের পারফরমেন্স যথেষ্ট হতাশ জনক ৷ এবার রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামস, জবি জাস্টিনদের নিয়ে গড়া লাল-সাদা শিবিরের আক্রমণ ভাগ যথেষ্ট শক্তিশালী। এছাড়াও আনাস এডাথোডিকাদের , জন জনসন, প্রবীর দাসদের নিয়ে গড়া এটিকে রক্ষণ কেরালার স্ট্রাইকারদের পরীক্ষা নিতে তৈরি। তবে মাঝমাঠে লানসারোতের অনুপস্থিতি এটিকে কোচের কপালে ভাঁজ ফেলেছে৷
কেরালা ব্লাস্টার্স দুবার ফাইনাল খেললেও চ্যাম্পিয়ন হতে পারেনি৷ দুবারই কেরালা হেরেছে এটিকে-র বিরুদ্ধে। অতীত ভুলে নতুন ভাবে নতুন মরশুম শুরু করতে চায় কেরালা ব্লাস্টার্স। কোচের চেয়ারে এলকো শাতোরির উপস্থিতি ইয়েলো ব্রিগেডের শক্তি। কারন ডাচ কোচ ভারতীয় ফুটবল হাতের তালুর মতো চেনেন।