লিটল মিলিনিয়াম”-স্কুলের উদ্বোধনে মন্ত্রি সুজিত বসু:-

কলকাতা,রাজকুমার দাস:—
লেক টাউনে এ ব্লকে কচিকাঁচাদের জন্য “লিটল মিলিনিয়াম”স্কুলের উৎঘাটন করেন রাজ্যের দমকল মন্ত্রী মাননীয় শ্রী সুজিত বসু। তিনি জানান শিক্ষার জন্য উপযুক্ত ও সঠিক স্কুল নির্বাচন অভিভাবকদের কাছে একটা বড় বিষয় হয়ে ওঠে,সেদিক থেকে এই স্কুল আশাকরি সবাই মিলে সুন্দর ও সুচারু ভাবে এগিয়ে যেতে পারবে,আমাদের শুভেচ্ছা রইল। শিক্ষিকা তথা ব্রাঞ্চ ডিরেক্টর শ্রীমতী কঙ্কনা চ্যাটার্জী মহাপাত্র জানান ছোটদের আদর্শে বড় করে তুলতে এই স্কুলে দেড় বছর থেকে ছয় বছর অব্দি শিশুরা

পড়াশুনা করতে পারবে। অপর ডিরেক্টর শ্রীমতী সায়ন্তী পালিত জানান সব ধরণের সুযোগ সুবিধা আছে এখানে। সারা পশ্চিম বঙ্গে তাঁদের মোট৪১টির মতন ব্রাঞ্চ রয়েছে । এদিন সিনিয়র সাপোর্ট ম্যানেজার শ্রী অভয় শুক্লা সহ অভিজিৎ (ওলী)প্রমুখরা উপস্থিত ছিলেন।