May 17, 2022

লোকগানে উজানিয়ার সম্প্রীতি বার্তা

সপ্তর্ষি সিংহঃ

একদিনে লোকগানের মাধ্যমে দুই বিশিষ্ট লোকশিল্পীকে শ্রদ্ধার্ঘ্য অপরদিকে সমাজের অশান্ত সময়ে সম্প্রীতির বার্তা। শনিবার রবীন্দ্রসদন মঞ্চে লোকসঙ্গীত দল উজানিয়ার পক্ষ থেকে লোকশিল্পী নির্মলেন্দু চৌধুরি ও অমর পালের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে আয়োজিত হয়েছিল গাও লোকগীতি বাড়াও সম্প্রীতি শীর্ষক এক অনুষ্ঠানের। বর্তমান সময়ে সমাজে সাম্প্রদায়িক হানাহানির বিষয়ে সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে লোকগীতি পরিবেশন। এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন সঙ্গীতশিল্পী সৈকত মিত্র, চিত্রশিল্পী সুব্রত গাঙ্গুলি, বাচিকশিল্পী দেবাশিষ বসু, পর্বতারোহী দেবাশিষ বিশ্বাস সহ বিশিষ্টরা। এদিন উজানিয়ার পক্ষ থেকে নাজমূল হক বলেন, প্রতিদিনই বাংলায় হিংসা বিদ্বেষ এর ফলে নিজের অবস্হান হারাচ্ছে। সামাজিক বিভেদের ফলে শুরু হচ্ছে হানাহানি, এই জন্য আঘামী দিনে বার্তা দিতে লোকগান।

Total Page Visits: 367 - Today Page Visits: 1