May 17, 2022

“শঙ্খিনী” এর থিম সং রেকর্ডিং করলেন শৌনক ও শৌভিক

নিজস্ব প্রতিনিধি –

সম্প্রতি উত্তর কলকাতার রেনেসাঁ স্টুডিও তে সম্পন্ন হলো টালা দক্ষিণ পল্লী সাধারণ দুর্গোৎসব এর থিম সং শঙ্খিনী এর রেকর্ডিং। থিম শিল্পী ও একাধারে গীতিকার ও সুরকার শৌনক এর কথায় ও সুরে ভাবনা সঙ্গীত শঙ্খিনী এর রেকর্ডিং এর সংগীতায়োজন করেন শ্রী রামকৃষ্ণ পাল। সমগ্র ভাবনায় শৌনক ও

শৌভিক। যন্ত্র সঙ্গীতে ছিলেন দীপঙ্কর ভাস্কর ও সুনু ধর। গানটি গেয়েছেন  দুই নবীন শিল্পী ঋত্ত্বিকা ও প্রণব। মহালয়ায় প্রকাশিত হতে চলেছে এই থিম সং টি। আপনাদের সকলের সঙ্গে নিউজ বেঙ্গল এর পক্ষ থেকে রইলো অনেক শুভকমনা।  এই থিম সং টি পুরোপুরি ভাবে সোনা যাবে আসন্ন মহালয়ার সুপ্রভতে সঙ্গে থাকুন আমাদের।

Total Page Visits: 730 - Today Page Visits: 1