শহরে আয়োজিত হল বার টেন্ডার চ্যাম্পিয়নশিপ

সপ্তর্ষি সিংহঃ
পাঁচতারা রেস্তরাঁয় রঙ্গিন পানীয় প্রস্তুতকারক ‘বার টেন্ডার’ এখন বেশ জনপ্রিয়। তবে নতুন ভাবনায় শহরের এক রেস্তোরাঁ ‘মাঙ্কি শুডার’। বিভিন্ন চ্যাম্পিয়নশিপের মতোই এইবার বার টেন্ডারদের নিয়ে আয়োজিত হল বার টেন্ডার চ্যাম্পিয়ানশিপ। সোমবার শহরের ওই রেস্তরাঁয় অভিঞ্জ ব্র্যান্ড অ্যাম্বাসডর পঙ্কজ বালাচন্দ্রনের উপস্হিতিতে প্রায় ৬০ জন তরুন-তরুনী বার টেন্ডার চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিল। এই প্রতিযোগীতার শেষে বালাচন্দ্রন জানান, দেশের বিভিন্ন রাজ্যে এই চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা হচ্ছে যেখান থেকে ৫ জন প্রতিযোগী বিজয়ী হবে এবং পরবর্তী সময়ে তাঁরা বিভিন্ন নামী রেস্তরাঁয় নিজেদের দক্ষতা প্রকাশের সুযোগ পাবে। তিনি বলেন মূলত হায়দ্রাবাদ, বেঙ্গালুরু ও কলকাতার বিজয়ী প্রতিযোগিদের মধ্যে প্রতিযোগিতায় বিজয়ী লণ্ডনে পাড়ি দেওয়ার সুযোগ পাবে।