শহরে জাতীয় উশু র আসর

নিজস্ব প্রতিনিধিঃ
গোলাপী টেস্টের আবহ কাটতে না কাটতেই সুখবর কলকাতার ক্রীড়াপ্রেমীদের কাছে। সিটি অফ জয়ের মাটিতে শুরু হতে চলেছে ১৯ তম জাতীয় সাব জুনিয়র উশু প্রতিযোগিতায় আসর সল্টলেকের পূর্বাঞ্চলীয় সাই কেন্দ্রে আয়োজিত এই প্রতিযোগিতায় দিল্লী, হরিয়ানা,পাঞ্জাব,মধ্য প্রদেশ, মহারাষ্ট্র,আসাম, মণিপুর, ঝড়খন্ড,আর্মি বয়েজ, আয়োজক বাংলা সহ ৩০ টি দলের প্রায় ১১০০ প্রতিযোগী তাওলু ও সান্ডা বিভাগের ৫৫ টি ইভেন্টে অংশ নিচ্ছে। বাংলা থেকে ৩৫ জন বালিকা সহ ৭৮ জন প্রতিযোগী নামছে এই প্রতিযোগিতায়,যার অধিকাংশই উত্তরবঙ্গে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার প্রতিযোগিতাকে কেন্দ্র করে সোমবার কলকাতা ক্রীড়া সংবাদিক তাঁবুতে অনুষ্ঠিত সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সর্বভারতীয় উশু সংস্থার সভাপতি ভূপেন্দ্র সিং বাজওয়া ,কোষাধ্যক্ষ শিবেন্দ্র নাথ দুবে, বাংলার উশু সংস্থার সম্পাদক শম্ভু শেঠ।