September 26, 2022

শহরে টলি লায়ন্স ডায়লেসিস সেন্টারের সূচনা হল

সপ্তর্ষি সিংহঃ

দক্ষিন শহরতলীর বাইপাস সংলগ্ন অঞ্চলে লায়ন্স ক্লাব অফ টলিগঞ্জ শাখার উদ্যোগে সূচনা হল টলি লায়ন্স ডায়লেসিস সেন্টারের। রবিবার রাজ্যের পূর্ত দপ্তরের মন্ত্রী অরুপ বিশ্বাস ও মেয়র পারিষদ দেবাশিষ কুমারের উপস্হিতিতে নয়া এই ডায়লেসিস সেন্টারের যাত্রা শুরু হল। এছাড়াও এদিন উপস্হিত ছিলেন শিল্পপতি গৌরব স্বরুপ, ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন কিষান পোদ্দার, ভাইস গভর্নর লায়ন সুধা জয়সওয়াল ও

লায়ন অরুন জৈন সহ অন্যানরা। লায়ন্স ক্লাব টলিগঞ্জের প্রথম উদ্যোগে ১০ টি ডায়লেসিস মেশিন ও আধুনিক মানের শয্যাবিশিষ্ট পরিষেবা পাওয়া যাবে। কতৃপক্ষের পক্ষ থেকে জানানো হয় পরবর্তী সময়ে ৫০টি শয্যা বাড়ানো হবে এবং প্রতি মাসে প্রায় ৭৫০-৯০০ জন রোগীর ডায়লেসিস সম্পন্ন হবে।

About Post Author

Total Page Visits: 765 - Today Page Visits: 1