শহরে ডুরান্ডের সূচনার অপেক্ষা

সপ্তর্ষি সিংহঃ
রাত গড়ালেই ঐতিহাসিক ডুরান্ড কাপের সূচনা। প্রথম ম্যাচেই মুখোমুখি মোহনবাগান এবং মহমেডান। ম্যাচের আগের দিন সকালে জোরকদমে অনুশীলন করেছে দুই দল। বৃহস্পতিবার যুবভারতীতে সাংবাদিক বৈঠকে উপস্হিত হয়েছিল দুই দল। মাঠে নামার আগে সৌজন্য সাক্ষাৎ করে দুই দলের কোচ ও খেলোয়াডরা। এদিন সাংবাদিকদের প্রশ্নোত্তরে বাগানের স্প্যানিস কোচ বলেন, ভারতীয় ফুটবলের কথা শুনেছি, জেনেছি এবার পরীক্ষায় সাফল্যের পালা। প্রথম ম্যাচ কঠিন প্রতিপক্ষ তবে নিজের দল নিয়ে আশাবাদী।
অপরদিকে সাদা কালো ব্রিগেডের অধিনায়ক বলেন, মোহনবাগান সম্পর্কে বেশি কিছু জানিনা কারণ মাঠের লড়াইটা খেলায় প্রকাশ পাবে। এই মরশুমে মহামেডানে হেডস্যারের ভূমিকায় ময়দানের বাবলু’দা দল নিয়ে জোরকদমে অনুশীলন করিয়েছেন।