শহরে রুবারি মিসেস প্রতিযোগিতা

সপ্তর্ষি সিংহঃ
নারী প্রতিভা বিকশিত হওয়ার লক্ষ্যে শহরে আয়োজিত হতে চলেছে রুবারি মিসেস ইন্ডিয়া প্রতিযোগিতা। এই প্রতিযোগীতার উদ্যোক্তা দেবযানী মিত্র বলেন, শহরের মহিলাদের নিয়ে আগামী ১৩ জুলাই এই প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতার মূল উদ্দ্যেশ শহরের বিভিন্ন পেশার সাথে যুক্ত মহিলা এবং যাঁরা একা থাকেন কিংবা লিভ ইনে থাকেন প্রত্যেকের সৌন্দর্য ও প্রতিভা বিকাশ। এই প্রতিযোগিতা থেকে তিনজন বিজয়ী প্রতিযোগি নির্বাচিত হবেন। এই প্রতিযোগিতার বিচারক হিসাবে যুক্ত ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্ত।
Total Page Visits: 823 - Today Page Visits: 1