শহরে স্যালন উদ্বোধনে বলিউড সুন্দরী

নিজস্ব প্রতিনিধিঃ
খতরো কা খিলাড়ি কিংবা বিগ বস, টেলিভিশন ডিভার অ্যাপিলে কুপোকাত ভক্তকূল। ‘কসৌটি জিন্দগি কি’ অথবা ‘ইয়ে রিস্তা ক্যায়া কহলাতা হ্যায়’ খ্যাত হিনা খান কলকাতায়। ঝটিকা সফরে তিলোত্তমায় এলেন নয়া স্যালনের উদ্বোধনে। আর শহরে এসেই হিনাকে ঘিরে ধরে নস্টালজিয়া। পুজোর মরসুমে শহরের তরুণীদের জন্য হিনার বিউটি টিপস। চুলের কিংবা ত্বকের যত্ন নেওয়ার পরামর্শ। তবে সবকিছু ছাপিয়ে হিনাকে ছুঁয়ে যায় কলকাতার কিসসা। যতবার প্রিয় শহরে আসেন ততবারই হারিয়ে যান তিলোত্তমার আন্তরিকতায়। এবারও পুজোর কলকাতায় পা রাখতে চান কাশ্মীর কি কলি।
About Post Author
Total Page Visits: 293 - Today Page Visits: 1