May 22, 2022

শহরে ৬১ তম জাতীয় ব্রিজ চ্যাম্পিয়ন শিপের আসর

নিজস্ব প্রতিনিধিঃ

তাস এখন কর্মনাশা নয় বরং কর্মদিশা। আড্ডাপ্রিয় বাঙালির কাছে তাস এর চিত্র বদলেছে বাংলা থেকে দুই তাসুরের সোনা জয়ের পর আগামী প্রজন্মকে তাস খেলার প্রতি উৎসাহ জোগাতে রাজ্য ব্রিজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আয়োজিত হতে চলেছে ব্রিজ প্রতিযোগিতা। আগামী ৮ থেকে ১৫ ডিসেম্বর নেতাজী ইন্ডোর প্রাঙ্গনে এই প্রতিযোগিতার আসর আয়োজিত হবে। এই বিষয়ে সোমবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে উদ্যোক্তাদের পক্ষ থেকে এক সাংবাদিক বৈঠকে জানানো হয় জাতীয় প্রতিযোগিতায় সমগ্র দেশ থেকে প্রায় ১২০০ প্রতিযোগী অংশ নেবে। এর মধ্যে ২০০ মহিলা প্রতিযোগী রয়েছে। জাতীয় স্তরে এই প্রতিযোগীতা এবার শহরে তৃতীয় বর্ষে আয়োজিত হতে চলেছে। এই প্রতিযোগিতার পুরস্কার মূল্য ৬*৫ লাখ টাকা।

Total Page Visits: 626 - Today Page Visits: 1