June 29, 2022

শিলিগুড়িতে দক্ষিণ ভারতীয় হসপিটালের ইনফরমেশন সেন্টারের সূচনা হল

নিজস্ব প্রতিনিধিঃ

দক্ষিণ ভারতে অবস্হিত দেশের অন্যতম হেল্থকেয়ার মনিপল হসপিটাল এর মেডিকেল ইনফরমেশন সেন্টার এর সূচনা হল শিলিগুড়িতে। রাজ্যের মধ্যে শিলিগুড়িতে প্রথম মেডিকেল ইনফরমেশন সেন্টার এর বিষয়ে এক সাংবাদিক বৈঠকে হসপিটালের চিকিৎসক লোকেশ এ ভেরাপ্পা বলেন, উত্তরবঙ্গ যেহেতু রাজ্যের পর্যটন মানচিত্রে অন্যতম ফলে হসপিটালের বিভিন্ন চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে মেডিকেল ইনফরমেশন সেন্টারের সূচনা। দেশের তৃতীয় বৃহত্তম এই হসপিটাল চিকিৎসা পরিষেবার লক্ষ্যে প্রথম মাল্টিস্পেশালিটি ইনফরমেশন সেন্টারের সূচনা।

Total Page Visits: 377 - Today Page Visits: 1