শিল্পী ডাঃ তাপস কুমার শীল এর কণ্ঠে বাংলা দুটি গানের এলবাম উৎঘাটন হলো কলকাতা প্রেসক্লাবে

সোমনাথ সাহা , কলকাতা –
আর পি টেক ভিশন এর নিবেদনে এই পুজোয় ডাঃ তাপস কুমার শীল এর কণ্ঠে প্রকাশ পেল দুটি আধুনিক বাংলা গানের এলবাম ১.আমার ভালবাসা ও ২.মায়ের অনুভব । সিডি প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী শ্রীমতি চন্দ্রাবলি রুদ্র।
শিল্পী ডাঃ তাপস কুমার শীল এর সঙ্গীত এর প্রতি ভালো বাসা ছোটো বেলা থেকেই। বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রী গোপেশ ধরের হাত তাঁরা সঙ্গীত জীবনে প্রবেশ ।

পরবতী সময়ে আরো এক দিক পাল শিল্পী শ্রী বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে তালিম নেন। দেখতে দেখতে ২০ টি বছর পার করে দিলেন শিল্পী । তিনি বলেন আজ আমার ২ টি আধুনিক বাংলা গানের এলবাম লাউঞ্জ করলাম সকল দর্শকে বলবো শোনার জন্য । আমি ধন্যবাদ জানাই আন্তরিক ভাবে আর, পি, টেক , ভিশন এর সকল কে আমায় সহযোগিতা করার জন্য ।