শিল্পী সংসদ আয়োজিত মহানায়কের ৯৪তম জন্মদিন পালন

রাজকুমার দাস:— কলকাতা
বাঙালীর মননে চিন্তন জুড়ে আজও তিনি বিরাজমান।১৯৮০ সালে আমাদের ছেড়ে গেলেও তিনি এখনও আমাদের সাথেই আছেন তা অনুভব করা যায়।তাই তার ৯৪ জন্মদিন উপলক্ষে (০৩রা সেপ্টেম্বর১৯২৬) রবীন্দ্র সদনে কেক কেটে নাচ গান সহ সংবর্ধনা



অনুষ্ঠান জমাটি ভাবে পালন করে শিল্পী সংসদ।যার সেক্রেটারি সাধন বাগচী।ছিলেন সংস্থার সভানেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।অনুষ্ঠানে পন্ডিত অজয় চক্রবর্তী সহ সন্ধ্যা রায় কে সংবর্ধনা প্রদান করা হয়।সাথে শকুন্তলা

বড়ুয়া,অরিন্দম গাঙ্গুলী, মৌবনি সরকার , বাদশা মৈত্র,মহানায়কের নাতনী নবমিত চট্টোপাধ্যায়, ভাস্বর,রেশমী মিত্র ,প্রমুখরা উপস্থিত থেকে মহানায়ককে সামনে রেখে জন্মদিন পালন করে।
স্থির চিত্র :–সোহম ও রাজু ও সঞ্জয় ভট্টাচার্য ।