October 7, 2022

শিশুদের মেধা বিকাশে দিশা দেখাচ্ছে ‘ইউসিমাস’

সপ্তর্ষি সিংহঃ

দীর্ঘ কয়েক বছর ধরে শিশুদের মেধা বিকাশের লক্ষ্যে কাজ করে চলেছে মালয়েশিয়ার সংস্হা “ইউসিমাস”। বিশ্বের বিভিন্ন দেশে সংস্হার স্কিল ডেভলপমেন্ট কর্মসূচি আয়োজিত হয়। দেশের প্রায় ২৪টি রাজ্যে সংস্হার নিজস্ব সেন্টার রয়েছে। শনিবার সংস্হার পক্ষ থেকে শহরে এক মেধা প্রতিযোগিতার অনুষ্ঠান আয়োজিত হয়। এদিন উপস্হিত ছিলেন সংস্হার সিইও স্নেহাল কারিয়াল, অধ্যাপক টিটো মাও,

কলকাতা শাখার প্রধান নবনীতা ভৌমিক। ১৮ তম জাতীয় মেধা প্রতিযোগীতায় রাজ্য থেকে প্রায় ২০০০ শিশু এবং দেশের বিভিন্ন রাজ্য থেকে ৪৫০০ শিশু অংশ নিয়েছিল। এদিন কলকাতা শাখার প্রধান

নবনীতা ভৌমিক জানান, বিশ্বে সংস্হার ৮০টি সেন্টার রয়েছে এবং রাজ্যে ৬০টি সেন্টার রয়েছে যেখানে শিশুদের মেধা বিকাশের লক্ষ্যে কাজ করা হয়। তিনি বলেন, বাচ্চাদেরকে সংখ্যাত্বত্তের মাধ্যমে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি ফলে যাতে অঙ্কের ভয়ভীতি কমে যায়।

ছবি – সুরজিৎ সাহা ।

About Post Author

Total Page Visits: 988 - Today Page Visits: 2