October 7, 2022

শুটিং শুরু হতে চলেছে দুটি নতুন ছায়াছবি “সিন্ডিকেট” ও “হিডেন স্টোরি”

তনয় মন্ডল – কলকাতা

বোস ক্রিয়েটিভ মিডিয়া কলকাতার ওয়াই.এম.সি হলে এক সাংবাদিক সম্মেলনে তাদের দুটি সিনেমার কথা ঘোষণা করলেন। প্রথমটি “হিডেন স্টোরি” এবং দ্বিতীয়টি “সিন্ডিকেট”। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রযোজক প্রণয় বোস, পরিচালক সুমন দত্ত মজুমদার, অভিনেতা বোধিসত্ব মজুমদার, শিউলি রামানি গোমস , সঙ্গীত পরিচালিকা ডি. এম. মনিকা ও পরিচালক শংকর দে। দুটি সিনেমা প্রযোজনা করবেন প্রণয় বোস, প্রথম সিনেমাটি অর্থাৎ “হিডেন স্টোরি” ছবিটির কাহিনী/চিত্রনাট্য/সংলাপ লিখেছেন সুমন দত্ত মজুমদার। তিনি এই সিনেমাটি পরিচালনাও করবেন সঙ্গীত পরিচালনা করবেন ডি.এম.মনিকা ।সিনেমাটির গল্প মূল ফিল্ম ইন্ডাস্ট্রির বাইরে গজিয়ে ওঠা এক অবৈধ ফিল্ম জগৎকে নিয়ে, এই অবৈধ ফিল্ম জগতের লোকেরা প্রতিমুহূর্তে সেইসব

ছেলেমেয়েদের প্রতারিত করে যারা রুপালি পর্দার টানে সঠিক জায়গার খোঁজ না পেয়ে এইসব বাজে লোকদের হাতে এসে পড়ে। এই রকমই এক অসাধু ম্যানেজার ও বহুদিন কাজ না পাওয়া এক চিত্রপরিচালকের নতুন করে কাজ শুরু করার জন্য অসাধু চক্রান্তের প্রতিচ্ছবি “হিডেন স্টোরি”। আর সেই চক্রান্তের জালে জড়িয়ে পড়ে চারটি মেয়ে – অর্পিতা, অলিভিয়া, সায়ন্তনী ও সিমরান। তবে এই চারজনের মধ্যে একজন একজনের মনে ছিল ছোটবেলায় দেখা একটি ঘটনার প্রতিশোধ নেওয়ার তাগিদ। আর ধীরে ধীরে সেই প্রতিশোধকে বাস্তবে রূপায়িত করার গল্পই হচ্ছে ‘হিডেন স্টোরি’ সিনেমার বিষয়বস্তু, এই সিনেমায় অভিনয় করবেন বোধিসত্ত্ব মজুমদার, , সুদীপ , কাঞ্চনা, শান্ত্বনা বসু ও আরও অনেকে। পরিচালক সুমন দত্ত মজুমদার বলেন – এই মাসেই এই সিনেমার শ্যুটিং আরম্ভ হবে। শ্যুটিং হবে কলকাতার বিভিন্ন জায়গায় এবং চাকদহ রাজবাড়িতে। দ্বিতীয় সিনেমা “সিন্ডিকেট” এর কাহিনী/ চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ভাস্কর, পরিচালনা করছেন শঙ্কর দে (প্রদীপ), সহযোগী পরিচালক হিসাবে কাজ করবেন সুমন দত্ত মজুমদার। “সিন্ডিকেট” সিনেমার মাধ্যমে সমাজের অন্ধকার জগতের কিছু ঘটনাকে তুলে ধরার চেষ্টা করেছে। সমাজের বিভিন্ন শ্রেণীর চার যুবক যাদের মনে ছিল সুনামের সাথে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন। কিন্তু সমাজের উচ্চশ্রেণীর প্রতারণার জালে জড়িয়ে পড়ে পরিণত হল চার কুখ্যাত সমাজ বিরোধী রূপে। মন থেকে হারিয়ে গেল বড় হওয়ার স্বপ্ন। শুরু হল বেঁচে থাকার লড়াই। এই ঘাত- প্রতিঘাতের মধ্য দিয়ে চার যুবকের এগিয়ে চলার কাহিনী হল “সিন্ডিকেট”। সহযোগিতায়- বোস এন্ড দে এন্টারপ্রাইজ।

About Post Author

Total Page Visits: 333 - Today Page Visits: 2