May 16, 2022

শুটিং শুরু হলো স্বল্পদৈর্ঘ্যের ছবি “দুগ্গা”- এর

তনয় মন্ডল – কলকাতা

শুটিং শুরু হলো প্রান্তিক প্রোডাকশনের স্বল্পদৈর্ঘ্যের ছবি “দুগ্গা”-এর। এই স্বল্পদৈর্ঘ্যের ছবিটি পরিচালনা করছেন অনুরাগ পতি, ছবিটির গল্প লিখেছেন অর্ক ব্যানার্জি এটি একটি সাইকোলজিকাল ড্রামা। গল্পটি একজন স্বামী ও স্ত্রীর গল্প ছবিটিতে অভিনয় করছেন জয় সেনগুপ্ত, অনিন্দিতা, প্রত্যুষা। পরিচালক অনুরাগ পতি জানান এটি একটি ফেস্টিভ্যাল ওরিয়েন্ট ছবি। ছবিটির শুটিং সম্পূর্ণ কলকাতাতেই হবে। “দুগ্গা” স্বল্পদৈর্ঘ্যের ছবিটি দিয়েই প্রান্তিক প্রোডাকশন তাদের প্রথম কাজ শুরু করল। তারই সেটে হাজির ছিল নিউজ বেঙ্গল অনলাইনের প্রতিনিধি।

Total Page Visits: 191 - Today Page Visits: 1