শুটিং শুরু হল বাংলা ছবি “গল্প যদি সত্যি হয়” -এর

তনয় মন্ডল – কলকাতা
অফবিট মিডিয়া এন্ড এন্টারটেইনমেন্ট নিবেদিত “গল্প যদি সত্যি হয়” বাংলা ছবির শুটিং শুরু কলকাতার এক বাড়িতে। ছবিটি পরিচালনা করছেন শুভেন্দু ব্যানার্জী, ছবিটিতে অভিনয় করছেন মনোজ মিত্র, দেবলীনা কুমার, বিশ্বনাথ বসু, সঞ্জীব সরকার, সোমা দে ও আরও অনেকে। এখন আমরা দেখছি সব জায়গায় যৌথ পরিবার নিউক্লিয়ার পরিবারে পরিণত হয়েছে কিন্তু নিউক্লিয়ার পরিবার থেকে যৌথ পরিবারে পরিণত হয়। সেই গল্প নিয়ে তৈরী হচ্ছে “গল্প যদি সত্যি হয়” ছবিটি। ছবির পরিচালক শুভেন্দু ব্যানার্জী বলেন – এই ছবিটি পুরানো ছবি “গল্প হলেও সত্যি” ছবির সাথে মিল নেই। এটি সম্পূর্ণ আলাদা “গল্প হলেও সত্যি” ছবি থেকে অনুপ্রাণিত হয়ে আমার এই গল্পটি ভাবা। আশা করি দর্শকরা একটু ভিন্ন স্বাদের গল্প পাবেন ছবিটিতে বেশ কয়েকটি গান রয়েছে গান গুলি গেয়েছেন রূপঙ্কর ব্যানার্জী, অর্ণব দত্ত, দুর্নিবার প্রমুখ। অফবিট মিডিয়া এন্ড এন্টারটেইনমেমেন্টের এটা তৃতীয় ছবি। তারই সেটে হাজির ছিল নিউজ বেঙ্গল অনলাইনের প্রতিনিধি।