October 6, 2022

বাণী-বন্দনায় তরুণ প্রজন্মের শিল্পী শুভজিৎ

নিজস্ব প্রতিনিধি –

আজ সরস্বতী পুজো বাঙালি মেতে উঠেছে বাগ্-দেবীর আরাধনায়, পুস্পাঞ্জলী থেকে ঐতিহ্যবাহী সাবেকীয়ানা সবেতেই ভরপুর মাত্রায় ভেসে উঠেছে বাঙালিয়ানা। ব্যতিক্রম নয় বাংলা গানের তরুণ প্রজন্মের সঙ্গীতশিল্পী শুভজিৎ ও। তার সঙ্গীত জীবনের দশবছরে নিজের বাড়িতেই পুজোয় মেতেছেন তরুণ এই সংগীতশিল্পী।আর এই দিনে শুভজিৎ এন্ড কোম্পানীর তরফে শুভ সূচনা হলো তাদের পরবর্তী পুজোর মৌলিক বাংলা গানের অ্যালবামের। এই অ্যালবামে নিজের কথা ও সুরে আবারও নতুন বাংলা গান বাঁধতে ও গাইতে চলেছেন শুভজিৎ। প্রতিবারের মতো এবারও অ্যালবামটির সংগীতায়োজন করছেন শুভ দাস

এছাড়াও যন্ত্রানুসঙ্গে রয়েছেন বিশিষ্ট তালবাদ্য শিল্পী শ্রী কানাই লাল ভৌমিক, বেস্ গীটারিস্ট সুপ্রিয় রায়, ড্রামস ও পার্কাসনস্ শিল্পী রাজেন হাঁড়া সহ অন্যান্যরা, সহযোগী কন্ঠশিল্পী টিম এসডিয়ান্স এবং অ্যালবাম কোর্ডিনেটর হিসেবে থাকছেন শুভজিৎ সরকার। নিজের কথা ও সুরের পাশাপাশি নতুন গান বানানোয় ফের আরও একবার ফিরদৌস এর সঙ্গে জুটি বাঁধতে দেখা যেতে পারে বাংলা সঙ্গীত জগতের তরুণ এই তুর্কীকে।পুজো আসতে ঢের বাকি তবে ইতিমধ্যেই শুভজিৎ এন্ড কোম্পানী শুরু করতে চলেছে তাদের পুজোর নতুন বাংলা গানের অ্যালবামের কাজ। টিম ইউসিসিয়ান্স এর সহযোগিতায় সম্পন্নও হয়েছে অ্যালবামের কভার ফটোশ্যুট এর কাজ। তরুণ এই শিল্পীর কথায় “মঞ্চে অনুষ্ঠান করার পাশাপাশি এই কাজটি আমাদের সকলের কাছেই একান্ত ভালোলাগার এবং চ্যালেঞ্জের, অনেক চেষ্টা করেও গতবার করোনা

পরিস্থিতির জন্য কিছুই হলোনা, এবার কতোটুকু করে উঠতে পারবো জানি না তবে আমরা প্রত্যেকেই আলাদা আলাদা করে নিজেদের পুরোটা দেবার চেষ্টা অবশ্যই করবো”। এখন সময় শুধুই অপেক্ষার অনলাইন নিউজ পার্টনার হিসেবে আমাদের তরফ থেকে শুভজিৎ ও তার টিমের সকলের জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা।

About Post Author

Total Page Visits: 709 - Today Page Visits: 1