শুরু হল বিসেন্তেনারি ফ্লাওয়ার শো এবং ওয়ার্ল্ড রিজিওনাল রোজ কনভেনশন ২০২০

তনয় মন্ডল – কলকাতা
দ্য এগ্রি হর্টিকালচারাল সোসাইটি অফ ইন্ডিয়া নিবেদিত বিসেন্তেনারি ফ্লাওয়ার শো এবং ওয়ার্ল্ড রিজিওনাল রোজ কনভেনশন ২০২০ এর উদ্বোধন হল। উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন দ্য এগ্রি হর্টিকালচারাল সোসাইটি অফ ইন্ডিয়র প্রেসিডেন্ট মিঃ সুনীল

কানোরিয়া,এছাড়া ওয়ার্ল্ড রিজিওনাল রোজ কনভেনশনের প্রেসিডেন্ট মিসেস Henrianne de Briey ও আরও অনেকে। এই ফ্লাওয়ার শো অনুষ্ঠানে বিভিন্ন দেশ বিদেশ থেকে যেমন ইউএসএ, যুক্তরাজ্য, বেলজিয়াম, চীন, ফ্রান্স, নেপাল, বাংলাদেশ, মালয়েশিয়া প্রভৃতি দেশ থেকে প্রায় তিন শতাধিক প্রতিনিধি এবং গোলাপ উৎসাহীরা অংশ নেবেন এবং তাদের দেশগুলির বেস্ট গোলাপ প্রজাতির প্রদর্শনী করবেন।তার সাথে থাকছে বিভিন্ন রকমের ফুলের

প্রদর্শনী । ফুলের প্রদর্শনীর পাশাপাশি থাকছে খাবার স্টল ষ্টারবার্গ। ষ্টারবার্গ -এর পক্ষ থেকে অভানী শ্রী কানোরিয়া বলেন আমাদের স্টলে সব অর্গানিক খাবার। সব খাবার নিরামিষ।এখানে কোনো আমিষ খাবার পাবেন না।অভানী শ্রী কানোরিয়া একজন আর্কিটেক তিনি শোটির ডিসাইন ও করেছেন ।

এই শোটি এই বছর দ্বিতীয় বর্ষে পড়ল, সুনীল কানোরিয়া বলেন দ্বিতীয় বছরে প্রবেশের সাথে সাথে এটি সমাজের জন্য একটি অত্যন্ত গর্বের মুহূর্ত। দ্বিবার্ষিকী ফুল শো বিশ্বব্যাপী জাতীয় এবং

আন্তর্জাতিক ফুল উৎসাহীদের একত্রিত করবে যারা প্রযুক্তিগত সেশন এবং সেমিনারগুলির মাধ্যমে তাদের জ্ঞান এবং দক্ষতা ভাগ করবে। ফ্লাওয়ার শোটি চলবে আগামী ৯ ই জানুয়ারি থেকে ১২ ই জানুয়ারি পর্যন্ত সকাল ৯.৩০ মিনিট থেকে বিকাল ৪ টা পর্যন্ত খোলা থাকবে আপনাদের উপস্থিতি একান্ত কাম্য ।