শেষ চারের প্রস্তুতিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে দল গুছিয়ে নেওয়ার লক্ষ্যে টিম ইণ্ডিয়া

লন্ডনঃ
সেমিফাইনালের আগে ভারতের সামনে এটাই শেষ সুযোগ। দলকে গুছিয়ে নিতে হবে এর মধ্যেই। ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে সহজেই পৌঁছে গিয়েছে ভারত। কিন্তু মাঝে মাঝেই বেরিয়ে এসেছে দূর্বলতাগুলো। সেটা কখনও আফগানিস্তানের বিরুদ্ধে তো কখনও ইংল্যান্ডের বিপক্ষে। কখনও সমস্যায় পড়েও পেরিয়ে গিয়েছে দল কখনও আটকে যেতে হয়েছে। এই অবস্থায় সেমিফাইনালে পৌঁছে যাওয়ার পর লিগের শেষ ম্যাচে পরীক্ষা-নিরিক্ষা করার সুযোগ রয়েছে ভারতের টিম ম্যানেজমেন্টের সামনে। বিশেষ করে ভারতের সামনে চিরকালীন সমস্যা দলের মিডল অর্ডার। সেটাকেই সেমিফাইনাল ও ফাইনালের কথা মাথায় রেখে তৈরি করে নিতে হবে। শনিবার লিডসের হেডিংলেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে লিগের শেষ ম্যাচে নামবে ভারত। মিডল অর্ডারের মন্থর ব্যাটিংয়ে জন্য সমস্যায় পড়তে হচ্ছে দলকে। সমালোচনার মুখেও পড়তে হয়েছে এমএস ধোনি ও কেদার যাদবকে। যার জন্য দীনেশ কার্তিককে নিয়ে আসা হয় শেষ ম্যাচে। কিন্তু তিনি দলকে ভরসা দিতে পারেননি। সেটাই ছিল তাঁর প্রথম বিশ্বকাপ ম্যাচ। কিন্তু ভারতের মিডল অর্ডারের সমস্যা মেটাতে ব্যর্থ তিনি।