May 17, 2022

“শৌনভিক” এর নবতম নিবেদন “ব্রহ্মবর্তিনী” উপস্থাপিত হতে চলেছে আগামী ২০২০ এর বাণী বন্দনায়

সোমনাথ সাহা – কলকাতা শৌনক ও শৌভিক “শৌনভিক” এর ২০২০ তে নবতম নিবেদন ব্রহ্মবর্তিনী উপস্থাপিত হতে চলেছে আগামী ২০২০ এর বাণী বন্দনায়। সরস্বতী পূজাকে কেন্দ্র করে এই ধরনের প্রয়াস এই প্রথম শুধু সঙ্গীত এর মধ্যেই থেমে নয় গান এর ভিডিও ইতি মধ্যেই শুটিং হয়ে গেছে কলকাতার বাহিরে। এই ব্রহ্মবর্তিনী বিষয়ে বিস্তারিত জানান

শৌনক বলেন যে এ এক অশ্রুত পুরাণ কথা যা সরস্বতী দেবী কেন্দ্রিক করে গড়ে উঠবে। আজ এক বহু আকাঙ্খিত স্বপ্ন সার্থক হাওয়ার দিন, আমরা সত্যিই সৌভাগ্য বান যে আমার কথা ও সুরে শৌনভিক এর ভাবনা সঙ্গীত ব্রহ্ম বর্তিনী শ্রীরাধা বন্দোপাধ্যায় ও রাঘব চট্টোপাধ্যায় এর কণ্ঠে ও রামকৃষ্ণ পাল দাদার সঙ্গীত আয়োজনে সমৃদ্ধ হলো। শৌভিক ও আমার এই আন্তরিক ও স্বপ্নের বাণী বন্দনা যেন আপনাদের আশীর্বাদে সার্থক হয় এই প্রার্থনা করি। আমি আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই “ব্রহ্মবর্তিনী” সকল সদস্য ও সদস্যাদের আমাদের পাশে থাকার জন্য। ও নিউজ বেঙ্গল অনলাইন মিডিয়া কে আমাদের পাশে থাকার জন্য। আর মাত্র কয়েক দিন বিশ্বজুড়ে দেখা যাবে “ব্রহ্মবর্তিনী” কে।

Total Page Visits: 941 - Today Page Visits: 1