August 11, 2022

শ্রাবণ মাসের তৃতীয় সোমবারই ভূতনাথ মন্দিরে ভক্ত সংখ্যা ছাড়ালো ৪ লাখ এর বেশি

সোমনাথ সাহা , কলকাতা

” ভোলে বাবা পারকাড়েগা “এই মন্ত্রকে সঙ্গে নিয়ে এগিয়ে চলছে ভোলে বাবার ভক্তরা । লক্ষ লক্ষ ভক্তের সমাগমে ভোরে উঠল ভূতনাথ মন্দির । ভক্তদের যাতে পুজো দিতে কোন ধরনের অসুবিধা না হয় তার জন্য সদা প্রস্তুত কলকাতা পুলিস এর নর্থ পোর্ট থানার

পুলিস ও হিন্দু সৎকার সমিতির সদস্যরা এই বছর ই প্রথম ভারত বর্ষের অনন্য শিবের মন্দির এর মতো ভূতনাথ মন্দির কমিটিও ডোঙার সাহায্যে জল ঢালার ব্যবস্থা করেছে । মন্দির কমিটির ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শ্রী সন্দীপ মুখার্জি ও সঞ্জয় রায় ও শ্রী মৃত্যুঞ্জয় রায় এবং শ্রী অলোক পাল। হিন্দু সৎকার সমিতির পক্ষ থেকে শ্রী সন্দীপ মুখার্জি বলেন হিন্দু সৎকার সমিতি সাড়া বছর ধরেই সমাজ সেবার সাথে যুক্ত বিশেষ ভাবে এই শ্রাবণ মাস জুড়ে ভূতনাথ বাবার মন্দির এ ভক্ত সমাগম থাকে প্রচুর তার দরুন

আমরা দুদুটি লাইন এর ব্যাবস্থা করেছি একটি মহিলা ও একটি পুরুষ ভক্তদের জন্য । নিরাপত্তা দিকদিয়ে সদা প্রস্তুত আমরা পুরো মন্দির চত্তর জুড়ে লাগানো আছে সি সি টিভি ও মন্দির সংলগ্ন সমস্ত জায়গায় বাড়তি সি সি টিভি ও লাগানো হয়েছে । কোনো ভক্ত যদি অসুস্থ হয়ে পড়েন তার চিকিৎসার জন্য রয়েছে মেডিকেল টিম। ফায়ার সার্ভিসের কর্মীরাও রয়েছেন আমাদের সাথে। সব মিলিয়ে আমরা প্রস্তুত ভক্তদের সাথে ভক্তদের পাশে তারা যাতে সুষ্ঠ ভাবে বাবা ভূতনাথ এর মাথায় জল ঢালতে পারেন । আমি ধন্যবাদ জানাই আমার সকল সদস্য দের এবং বিধায়িকা স্মিতা বক্সি ও সমাজ সেবাক সঞ্জয় বক্সি মহাশয় কে আমাদের পাশে থাকার জন্য ।

About Post Author

Total Page Visits: 412 - Today Page Visits: 1