সংবর্ধিত হলো নৃত্যশিল্পী কোরক বিশ্বাস

তনয় মন্ডল – কলকাতা
১৬ বছরের কোরক বিশ্বাস ডাউন সিনড্রোম নিয়ে জন্মেছিল। ক্রোমোজনাল কিছু পরিবর্তনের কারণেই এই সিনড্রোম হয়ে থাকে এবং সেটি মানসিক বিকাশের পথে বাধা হয়ে দাঁড়ায় এর ফলে তার মুখের মধ্যে কিছু অসঙ্গতি দেখা যায় এবং প্রথমদিকে অনেক রকম বাধার সম্মুখীন হতে হয়েছিল। এই পরিস্থিতিতে সমাজ থেকে নিজেকে গুটিয়ে নিতে থাকে। তার বাবা-মা ও তার দরকার গুলো বুঝতে অসুবিধার মধ্যে পড়ত। বিশেষজ্ঞদের পরামর্শ মত তার চিকিৎসা শুরু করে এবং সাথে ফিজিওথেরাপি ও করতে থাকে। তার সাথে চলতে থাকে কথা বলানোর জন্য স্পিচ থেরাপি। তারপর তার বাবা-মা শিক্ষকদের সাহায্যে নিয়ে তাকে নাচ শেখাতে শুরু করে গৌড়ীয় নৃত্য থেকে। সেই নাচ করতে করতে কেন্দ্রীয় কালচারাল রিসোর্স এবং ট্রেনিং সেন্টার থেকে স্কলারশিপ পায়। এরপরই ড্যান্সার হিসেবে তার যাত্রা শুরু হয় তারপরে আর তাকে ফিরে দেখতে হয়নি। ভারতের এমনকি বাংলাদেশের বিভিন্ন জায়গায় নানা প্রতিযোগিতায় অংশ নিতে থাকে. ২০১৪ সালে ক্রিয়েটিভ চাইল্ড উইথ ডিসাবিলিটি বিভাগে পুরস্কার পায়। ২০২০ সালে প্রধানমন্ত্রীর কাছ থেকে বাল শক্তি পুরস্কার পায় এটি তার জীবনের শ্রেষ্ঠ পুরষ্কার সেই উপলক্ষে কলকাতা প্রেসক্লাবে তাকে এক সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবব্রত চট্টরাজ কমিশনার ডিপার্টমেন্ট অব ওমেন এন্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার গভমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল, বিশিষ্ট নৃত্যশিল্পী শ্রীমতি অলকানন্দা রায় , গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া ও আরো অনেকে। নিউজ বেঙ্গল অনলাইন এর পক্ষ থেকে কোরকের প্রতি রইল অনেক ভালোবাসা ও আশীর্বাদ। তার এই পথ চলা যেন আরো সুদীর্ঘ হয় এটাই আশা করি।