June 29, 2022

সঙ্ক্ষিনীর ঘরে ফেরার পালা

শুভ – কলকাতা

বিষাদের সুর আকাশে বাতাসে, বাঙালির প্রাণের উৎসব শারদীয়া দুর্গাপূজা ষষ্ঠী থেকে দশমী কাটিয়ে বাজিয়েছে বিসর্জনের বাদ্যি, গুটি গুটি পায়ে অপেক্ষা আরও একটি বছরের। গঙ্গার ঘাটে ঘাটে চলছে বিসর্জন। পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আগামী ১১ই অক্টোবর রেড রোডে অনুষ্ঠিত হতে চলেছে পূজা কার্নিভাল, আপাতত পুজো শেষে বাঙালির আবেগকে আরও কিছুটা রসদ জোগাতে চলেছে রেড রোডের এই অনুষ্ঠান। বেলাশেষে নিউজ বেঙ্গল অনলাইনের সকল পাঠককে জানাই শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন।

ছবি – নেহা মণ্ডল ।

Total Page Visits: 695 - Today Page Visits: 1