November 28, 2022

সমাজ সেবায় নয়া নজির (সি,টি,এম,এ)

নিজস্ব প্রতিনিধি –

কেবল টেলিভিশন ইক্যুইপমেন্টস ট্রেডার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাশোসিয়েশন (সিটিএমএ)-র পক্ষ থেকে শ্রী রাজেশ দোশী, শ্রী রাজেন্দ্র প্রসাদ আগরওয়াল, শ্রী কে কে বিনানি, শ্রী পবন জাজোড়িয়া, শ্রী বিনোদ সঞ্চেতি সহ অন্যান্য সদস্যবৃন্দ সম্প্রতি শ্রী বিশুদ্ধানন্দ হাসপাতাল এবং মাতৃ মঙ্গল প্রতিষ্ঠান এর হাতে ১ লক্ষ্য টাকা করে অনুদান তুলে দেন। এই অনুদানের ফলে, সেবাকেন্দ্র গুলিতে বিনামূল্যে পাওয়া যাবে একটি ফ্রী-বেড পরিষেবা। শুধুমাত্র চিকিৎসার ব্যয়বহনে অপারগ রোগীই এই ফ্রী-বেড পরিষেবার আওতাভুক্ত হবে। সিটিএমএ’র কোষাধ্যক্ষ শ্রী পবন জাজোড়িয়া জানান “এটি সিটিএমএ’র বার্ষিক সমাজকল্যানমূলক কর্মসূচীর অন্তর্ভুক্ত”।এই প্রকল্পের উদ্দেশ্য হল যে সমস্ত রোগীরা আপৎকালীন অবস্থায় দারিদ্রের কারণে চিকিৎসা করাতে পারেন না তাদের সুবিধার্থে আমাদের এই প্রয়াস, জানালেন সিটিএমএ’র প্রেসিডেন্ট শ্রী রাজেশ দোশী।

About Post Author

Total Page Visits: 388 - Today Page Visits: 1