August 14, 2022

সরস্বতী পূজা পরিক্রমা করলেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ

মহন্ত দাশগুপ্ত – উত্তর চব্বিশ পরগনা

পানিহাটি মহাবিদ্যালয় ( কলেজ ) ও মেট্রোপলিটন হোমিওপ্যাথি মেডিকেল কলেজ এন্ড হসপিটালের সরস্বতী পূজা পরিক্রমা করলেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ তথা পশ্চিমবঙ্গ বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ মহাশয়। সঙ্গে ছিলেন সম্রাট চক্রবর্তী তীর্থঙ্কর ঘোষ ও পৌর প্রশাসক মন্ডলীর সদস্য সুভাষ চক্রবর্তী সহ অন্যান্য স্থানীয় নেতৃত্ব। পানিহাটি কলেজের অধ্যক্ষা মুক্তি গাঙ্গুলি ও মর্নিং কলেজের অধ্যাপিকা সোমা লোধ জানান, এবছরে কলেজের ছাত্র-ছাত্রীদের আগমন অতি সামান্য, তাও প্রায় দেড়শত স্টুডেন্ট আজ অংশ নিয়েছে। পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ জানান, ২০২০ তে সরস্বতী পূজা ছিল সকলের কাছে আনন্দের ২০২১ এর সরস্বতী পূজায় অধিকাংশ ছাত্র- ছাত্রীরা অংশ না নিলেও ২০২২ এর সরস্বতী পূজা সকলের আনন্দের হবে। সেই পূজায় পানিহাটি এলাকার সকল ছাত্র- ছাত্রীরা মা সরস্বতীর পূজা ও বন্দনা উৎসাহ-উদ্দীপনা এবং আনন্দের হবে, এই আশা রেখেই আজকের দিনে মা স্বরস্বতীর কাছে আগাম প্রার্থনা জানিয়ে রাখলাম।

About Post Author

Total Page Visits: 546 - Today Page Visits: 1