June 28, 2022

সাইবার সুরক্ষায় ইনফোসেক ফাউন্ডেশনের আলোচনাসভা

সপ্তর্ষি ও সোমনাথঃ

বর্তমান সময় সেলুলার জগতের উপর মানবজীবন নির্ভরশীল। উন্নত ও আধুনিক প্রযুক্তির ফলে ক্রমশ নয়া অ্যাপ ব্যবহারের পরিসংখ্যান বাড়ছে। সোশ্যাল মিডিয়ায় এই ধরনের অ্যাপ ব্যবহারের ফলে অপরাধের আশঙ্কাও ছড়াচ্ছে। কিন্তু অসেচতনতার ফলেই মানুষ ব্যবহার করছে এই অ্যাপ আর এর ফলে সোশ্যাল দুনিয়ায় বৃদ্ধি পাচ্ছে অপরাধের সংখ্যা। এই বিষয়ে সচেতনতার লক্ষ্যে ইনফোসেক ফাউন্ডেশনের পক্ষ থেকে শুক্রবার শহরে আয়োজিত হল আলোচনাসভা। যেখানে উপস্হিত ছিলেন ফাউণ্ডেশনের চেয়ারম্যান সুশোভন মুখার্জি, সেলুলর অপরেটর অ্যাসোসিয়েশন এর ডিরেক্টর রঞ্জন এস ম্যাথু, বিএসএনএল এর চিফ জেনারেল রমাকান্ত শর্মা সহ বিশিষ্টরা। কীভাবে সোশ্যাল মিডিয়ায় নিজের তথ্য সুরক্ষিত রাখা যায় সেই বিষয়ে আলোচনা করা হয়।

Total Page Visits: 633 - Today Page Visits: 2