সাকিবদের হারিয়ে শেষ চারে বিরাটরা

লন্ডনঃ
এই মাঠেই ইংল্যান্ডের বিরুদ্ধে দু’দিন আগে চলতি বিশ্বকাপে প্রথম হারের মুখ দেখতে হয়েছে ভারতকে। সেই বার্মিংহ্যামের এজবাস্টনে বাংলাদেশের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন বিরাট কোহলি। এই মাঠের অভিজ্ঞতা বলছে পরের দিকে রানের গতি মন্থর হয়ে যায়। তাই প্রথমে ব্যাট করে যতটা সম্ভব রান তুলে নেওয়া। তবে ভারতের দুই ওপেনার ছাড়া বাকিরা প্রথমে ব্যাট করার সুযোগ নিতে পারল না। এই মিডল অর্ডার নিয়ে লিগ পর্ব উতরে গেলেও বড় মঞ্চে যে সমস্যায় পড়তে হবে তা বিলক্ষণ বুঝতে পারছেন বিরাট কোহলি ও টিম ম্যানেজমেন্ট। কখনও দুই ওপেনার তো কখনও বিরাট কোহলি খেলে দিচ্ছেন। প্রথম তিন জন ফ্লপ করলে যে বাকিরা ভারতের ব্যাটিংকে ভরসা দিতে পারবেন এমন কোনও ইঙ্গিত এখনও পাওয়া যায়নি। বাংলাদেশের বিরুদ্ধেও আরও একবার তার প্রমান মিলল হাতে নাতে। ভাগ্যিস লোকেশ রাহুল ও রোহিত শর্মার ওপেনিং জুটি ১৮০ রানের ভিত তৈরি করে দিয়েছিল। না হলে সমস্যায় পড়তে হত তা পরিষ্কার। এ দিন ব্যাট হাতে ফ্লপ বিরাট কোহলিও। পন্থ কিছুটা রান করলেও ভরসা দেওয়ার মতো কিছু করেননি। ভারতের ৩১৫ রানের লক্ষ্যে জবাবে দারুণ লড়াই দিল বাংলাদেশ। কিন্তু শেষরক্ষা হল না। ২৮ রানে হেরে বিশ্বকাপ শেষ হয়ে গেল বাংলাদেশের।