October 6, 2022

সাগর পাড়া বাবা ভোলানাথের মন্দিরের আগত জল ঢালতে আসা ভক্তদের মধ্যে পানীয় ও খাবার বিতরণ

নিজস্ব প্রতিনিধি –

দৌলতাবাদ বাসী গোপালচন্দ্র সরকারের উদ্যোগে ও দৌলতাবাদ থানার ভারপ্রাপ্ত আধিকারিক মাননীয় দেবাশীষ ঘোষ মহাশয়ের প্রচেষ্টায় গত ১৪ ই আগস্ট ২০২২ রবিবার দৌলতাবাদে বহরমপুর গঙ্গা থেকে সাগরপাড়া বাবা ভোলানাথের মাথায় জল ঢালার জন্য আগত ভক্তদের যাতায়াত ও খাদ্য পানীয়র সুব্যবস্থা করা হয়।

এই মহোৎসবে উপস্থিত ব্যক্তিবর্গ হলেন আনন্দময় চট্টোপাধ্যায় ( সি . আই ) মহম্মদ আইজুদ্দিন মণ্ডল ( বিশিষ্ট সমাজসেবী ) তোজাম্মেল বিশ্বাস ,কাইজার আলি , ইব্রাহিম বিশ্বাস , মুরসেলিম মণ্ডল ( মন্টু ) ইসরাজ সেখ ও গৌতম বিশ্বাস, মতিউর রহমান ( বাচ্চু ) প্রমুখ।

About Post Author

Total Page Visits: 281 - Today Page Visits: 1