May 16, 2022

সামাজিক সংগঠন কলকাতা অঙ্গীকারের বিশেষ অনুষ্ঠান

তনয় মন্ডল – কলকাতা

২০১০ সালে কলকাতার অঙ্গীকারের যাত্রা শুরু হয়েছিল এমন কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু যারা সমাজের জন্য কিছু করতে চেয়েছিল তাদের সাথে। তারা এমন লোকদের পাশে ও সাথে দাঁড়াতে চেয়েছিল যারা এই সুন্দর পৃথিবীতে বেঁচে থাকার জন্য সত্যিকারের সাহায্যের হাতের প্রয়োজন। অঙ্গীকারের ছেলেরা তাদের উপার্জন থেকে অর্থ সাশ্রয় করেছে এবং এই

সংস্থাটি শুরু করেছে। তাদের প্রথম কাজ ছিল ২০১০ সালে মধ্যমগ্রামের এক বৃদ্ধাশ্রমের প্রবীণ নাগরিকদের সাহায্য করা। কলকাতা অঙ্গীকার এমনই একটি সংস্থা যা সামাজিক দায়বদ্ধতার দিকে কাজ করে। বৃদ্ধাশ্রম, দরিদ্র শিক্ষাথীদের জন্য বই, দরিদ্র-এর চিকিৎসার যত্ন নেওয়ার মতো ইত্যাদি কাজ কর্মের সাথে কলকাতা অঙ্গীকার সারাবছর যুক্ত থাকে। সেই রকম কিছু স্পেশাল শিশু, বৃদ্ধাশ্রমের বৃদ্ধ-বৃদ্ধা ও দরিদ্র শিশুদের নিয়ে এক বিশেষ অনুষ্ঠান এর আয়োজন করেন তারা। তাই আমাদের নিউজ বেঙ্গল অনলাইনের পক্ষ থেকে কলকাতা অঙ্গীকারকে জানাচ্ছি কুর্নিশ।

Total Page Visits: 365 - Today Page Visits: 1